ডালখোলা আবার উপেক্ষিত: নিউ জলপাইগুড়ি–কলকাতা ও লুমডিং–হাওড়া স্পেশাল ট্রেনের স্টপেজ নেই
ডালখোলা আবার উপেক্ষিত: নিউ জলপাইগুড়ি–কলকাতা ও লুমডিং–হাওড়া স্পেশাল ট্রেনের স্টপেজ নেই
ডালখোলা আবার উপেক্ষিত: নিউ জলপাইগুড়ি–কলকাতা ও লুমডিং–হাওড়া স্পেশাল ট্রেনের স্টপেজ নেই
ডালখোলা, উত্তর দিনাজপুর:
রেলওয়ে কর্তৃপক্ষ সম্প্রতি নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা ও লুমডিং থেকে হাওড়া পর্যন্ত বিশেষ ট্রেন চালু করেছে, যাতে দীর্ঘ রুটের যাত্রীদের সুবিধা হয়। কিন্তু আবারও ডালখোলা স্টেশনকে এই দুই ট্রেনের স্টপেজ থেকে বঞ্চিত করা হয়েছে।
স্থানীয় মানুষদের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। আগেও একাধিকবার দেখা গেছে যে, বিশেষ বা দীর্ঘ দূরত্বের ট্রেন চালু হলে ডালখোলাকে উপেক্ষা করা হয়। অথচ ডালখোলা উত্তরবঙ্গ ও বিহারের সীমানায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জংশন, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের বক্তব্য:
"ডালখোলা একটি ব্যস্ত স্টেশন, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। কিন্তু বারবার এখানে স্টপেজ না দেওয়া আমাদের প্রতি অবহেলা।"
রেলওয়ে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়ে কোনও সরকারি মন্তব্য করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় স্থানীয়রা এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন এবং রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছেন যাতে এই ট্রেনগুলিকে ডালখোলায় স্টপ দেওয়া হয়।
Comments
Post a Comment